সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটসহ সকল সাম্প্রদায়িক সহিংতার প্রতিবাদে মধ্যনগর সনাতনী যুবসমাজ এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলার মধ্যনগর মধ্যবাজারের শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি দেবল কিরণ তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর সনাতনী যুব সমাজের আহ্বায়ক পলাশ তালুকদার, সদস্য মিঠু তালুকদার, স¤পদ সরকার, বিন্দু সরকার, সুকণ্ঠ সরকার, সুযোগ সরকার প্রমুখ।
উপজেলার মধ্যনগর মধ্যবাজারের শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি দেবল কিরণ তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর সনাতনী যুব সমাজের আহ্বায়ক পলাশ তালুকদার, সদস্য মিঠু তালুকদার, স¤পদ সরকার, বিন্দু সরকার, সুকণ্ঠ সরকার, সুযোগ সরকার প্রমুখ।