স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় তীব্র যানজটের দৃশ্য চোখে পড়ে। এই যানজটের কারণে মানুষ চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। উচ্ছেদ অভিযানে ফলের দোকান সরানোর পর অন্যান্য ব্যবসায়ীরা দখল করেছে এলাকার ফুটপাত। এই কারণে যানজট লেগে থাকায় প্রতিদিন সড়কে মানুষ ও যান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
এইভাবে যানজট শহরের জেলা পরিষদের সামনে থেকে হাজীপাড়ার মুখ হয়ে কোর্ট পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত লেগে থাকে। প্রতিদিন সন্ধ্যায় ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত যানজট লেগে থাকে। শহরের যানজট নিরসনে ফুটপাতের দোকানপাট উচ্ছেদে কার্যকর অভিযানের দাবি স্থানীয়দের।
পথচারী সাজিদ মিয়া বলেন, সুনামগঞ্জ শহরের যানজট নিরসন হবে না। কারণ ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত হচ্ছে না।
লেখক ইকবাল হোসেন বলেন, মানুষের মধ্যে এখন সচেতনতার খুবই অভাব। যেখানে সরকারি নিষেধ, সেখানেই দখল নিতে ওঁৎ পেতে থাকেন অসাধু ব্যবসায়ীরা। এদের বিরুদ্ধে জেল জরিমানার মতো শাস্তি হওয়া প্রয়োজন।
ব্যবসায়ী জাকির আহমদ বলেন, ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা মার্কেট পর্যন্ত ফুটপাত পরিচ্ছন্ন করে এসব সমস্যার স্থায়ী সমাধান জরুরি প্রয়োজন।