
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন রেজাকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শহরের পুরাতন জেলরোড এলাকা থেকে সদর মডল থানার এসআই আনিসুর রহমান তাকে গ্রেফতার করেন। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পুলিশ জানায়, গত ২১ নভেম্বর সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান আমির হোসেন রেজা তার আত্মীয়-স্বজন নিয়ে পরিষদের প্যানেল চেয়ারম্যান খুরশিদ মিয়ার ওপর হামলা করেন। হামলায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় আহত খুরশিদ মিয়া বাদি হয়ে আমির হোসেন রেজাসহ কয়কজনকে আসামি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ-বিধির (জিআর ৩৭১/২৪) মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক বলেন, আমরা একাধিক মামলার আসামি হিসেবে চেয়ারম্যান আমির হোসেন রেজাকে গ্রেপ্তার করেছি। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগার প্রেরণের নির্দেশ প্রদান করেন।