স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৩টি পদে ২২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনারের কাছে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির ১৫টি পদের মধ্যে ১৩টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক; সিনিয়র সহ-সভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ বাদে বাকি ১৩টিতে ভোট হয়।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। নির্বাচনে ১৩টি পদের মধ্যে নির্বাচন কমিশনারের কাছে সহ-সভাপতির অন্য দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন, তারা হলেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, কবি ও লেখক সুখেন্দু সেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও মোহাম্মদ আবুল হোসেন।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন, তিনি হলেন বর্তমান সাধারণ সম্পাদক সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। সহসাধারণ সম্পাদকের দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাডভোকেট এ আর জুয়েল ও মো. আমিনুল হক।
কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন একজন, তিনি হলেন মাহবুবুল হাছান শাহীন।
সদস্য পদের সাতটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩জন। তারা হলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কাউসার আহমদ, অ্যাডভোকেট এনাম আহমদ, মো. উবায়দুর রহমান, মো. শাহীনুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রদীপ কুমার পাল, আলমগীর আহমদ তালুকদার, রিংকু চৌধুরী, সুহেল আলম, মোহাম্মদ সুবাস উদ্দিন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, অ্যাডভোকেট ফজলুল হক।
বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর। এবার লাইব্রেরির দাতা ও আজীবন সদস্য হিসেবে ভোটার আছেন ৭৪৮জন।