জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার হালির হাওর, শনির হাওর ও মোহালিয়া হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে ২৩টি পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বেহেলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে হাওরের কৃষকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, সদস্য সচিব পাউবো’র উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, গণ্যমান্য প্রতিনিধি মো. আব্দুল মালিক, ফখরুল আলম চৌধুরী, সাংবাদিক প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
গণশুনানি শেষে উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, হাওরের ফসলরক্ষা বেড়ি বাঁধ নির্মাণে পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানিতে আপনাদের কথা শুনেছি। আপনাদের যৌক্তিক মতামতের ভিত্তিতে কাবিটা নীতিমালা অনুযায়ী কৃষকদের মধ্য থেকে যাচাই-বাছাই করে পিআইসি গঠন করা হবে। আপনারা যারা পিআইসি’র কাজ পাবেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বেড়ি বাঁধের কাজ করবেন।