স্টাফ রিপোর্টার ::
‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই’ -এই স্লোগানে সুনামগঞ্জে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও রূপান্তরের বাস্তবায়নে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী।
নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, গৌরবের মুক্তিযুদ্ধ সুনামগঞ্জ-এর সাধারণ সম্পাদক কবি মুনমুন চৌধুরী, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক দিলারা বেগম, সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা (সুজন)-এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক এন্ড্রো সলেমার, রিকসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, নারীনেত্রী অ্যাড. মতিয়া বেগম, অ্যাড. ফাতেমা আক্তার রেখা, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দীন, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, জাগরণীমুক্ত রোভার স্কাউট দলের দলনেতা আহসান রাজীব, সুনামগঞ্জ সদর যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. নূর আহমেদ রানা প্রমুখ। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সমাজের সচেতন নাগরিকবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।