স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে সরকারিভাবে সৌদি আরব থেকে আসা অসহায় ও দুঃস্থদের জন্য বরাদ্দ করা দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলার ধনপুর ইউনিয়নে অসহায় ও দুস্থ ৪২টি পরিবারের মাঝে দুম্বার মাংস বিতরণ করেন ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিলন মিয়া। এছাড়াও তিনি দুম্বার মাংসের ৮ প্যাকেট (২৪ কেজি) পরিষদের সদস্যদেরকে বিতরণ করার জন্য দিয়েছেন। তারাও পর্যায়ক্রমে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করবেন বলে জানানো হয়েছে। এসময় বিভিন্ন গ্রাম থেকে আসা অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। জানা যায়, দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রতিবছর বাংলাদেশে দুম্বার মাংস পাঠায় সৌদি সরকার। তালিকা অনুযায়ী দুম্বার মাংস দুঃস্থ, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়ে থাকে। ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন মিয়া বলেন, নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত দুম্বার মাংস দুঃস্থ ও এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ধনপুর ইউনিয়নে আসা ১২ প্যাকেট, এর মধ্যে সকল ইউপি সদস্যদেরকে বিতরণের জন্য ৮ প্যাকেট দিয়েছি। তারাও পর্যায়ক্রমে দুম্বার মাংসগুলো বিতরণ করবেন। পাশাপাশি আমি নিজে ১২ কেজি দুম্বার মাংস ৪২ জন গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি।