স্টাফ রিপোর্টার ::
দৈনিক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদে’র সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির ও প্রগতি লেখক সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্মল ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি সাজাউর রহমান, সদস্য ডা. এম আর শামীম, আছকির তালুকদার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান, কবি সুবল বিশ্বাস, তানভীর আহমেদ, বিকাশ চন্দ, শাহ কামরুজ্জামান, আহমেদ নুর আলবাব, আদিল আরমান, শম্পা শিমু।
সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা ও ছড়া আবৃত্তি করেন অনুপ তালুকদার, সাজাউর রহমান, সুবল বিশ্বাস, সার্জেন্ট অব. জিয়াউর রহমান, শম্পা শিমু, বিকাশ চন্দ। দেশাত্মবোধক গান পরিবেশন করেন আদিল আরমান।
সাহিত্য আড্ডা পরিষদের পক্ষ থেকে প্রধান আলোচকদের কাব্যগ্রন্থ ‘স্থির হয়ে আছে’ উপহার দেয়া হয়।
উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যায় ৫:৩০টায় সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় সাহিত্য অনুরাগীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।