স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। গত বৃহ¯পতিবার রাত ৮টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে সংঘবদ্ধ হয়ে একটি সিন্ডিকেট মাছ ধরছে - এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্ব উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা ও গোলাবাড়ী, রামসিংহপুর ও রূপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা হাওরে অভিযান চালিয়ে ৫০০ মিটার কারেন্ট জাল, চায়না দোয়ারি জালসহ ৪টি নৌকা ও ৫ জন জেলেকে আটক করে। জাল ও নৌকার মূল্য ৩ লক্ষ টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে জেলেদের প্রত্যেককে ১ হাজার টাকা করে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করেন ও জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে দেন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে অনিয়মকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আর কোনো অনিয়ম সহ্য করা হবে না। হাওরের মাছ, গাছ, পাখি, জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চলবে।