স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে গত দু’দিন ধরে বেড়েছে শীতের দাপট। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে শীতে নাকাল হাওরাঞ্চলের মানুষ।
শুক্রবার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, শীতের প্রকোপ বেড়েছে। সকালের দিকে কুয়াশা ভেদ করে সূর্য উঠলেও ঝলমলে রোদের সকাল ছিল না। প্রকৃতি জুড়ে দেখা গেছে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি। তবে এর তেমন প্রভাব পড়েনি কোনো কাজকর্মে। সকালেই কাজে যেতে দেখা গেছে দিনমজুর, কৃষক থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে।
শ্রমিক কামাল মিয়া, নাসির উদ্দিনসহ কয়েকজন জানান, গত কয়েকদিন ঝকঝকে সকাল দেখা গেলেও শুক্রবার কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রকৃতি। মাঝে মাঝে সূর্যের মুখ দেখা গেছে। সন্ধ্যার পর থেকে কনকনে ঠান্ডা লাগে। সকালে কাজে বের হলে শীত বেশি মনে হয়। কাজে যেতে মন না চাইলেও পরিবারের কথা চিন্তা করে কাজে বেরিয়েছি।
রিকসা চালক সৈয়দ আহমদ বলেন, শীতে খুব ঠান্ডা লাগে। অনেক সময় জ্বর-সর্দি, কাঁশি হয়। কিন্তু কি করবো। সংসার তো চালাতে হয়।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকেই শুরু হয় ঠান্ডা বাতাস। রাত বাড়তে থাকলে বাড়ে কনকনে শীতের প্রকোপ। সাধ্য অনুযায়ী শীত নিবারণে লেপ, কম্বল ও কাঁথা নিতে হচ্ছে রাতে।