ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি উপলক্ষে চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিসংখ্যান কার্যালয় এই আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় আটজন সুপার ভাইজার ও ৪২জন তথ্য সংগ্রহকারী অংশ নেয়। প্রশিক্ষণ শুরুর আগে প্রধান অতিথি হিসেবে এ উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা শুমারি কোঅর্ডিনেটর হারিকুল ইসলাম ও জোনাল অফিসার সজীব আহমেদ। আগামী ১০ডিসেম্বর থেকে এ উপজেলায় অর্থনৈতিক শুমারি শুরু হবে এবং তা চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।