স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে এসএ পরিবহনের মাধ্যমে পাচারের সময় প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য, একটি কাভার্ডভ্যানসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এসএ পরিবহন ও পার্সেল সেন্টারে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৭ হাজার ৯২০ পিস ভারতীয় কাবেরী মেহেদী, ১ হাজার ৫৮৪ পিস জনসন এন্ড জনসন বেবি শে¤পু, ২ হাজার ৪০০ পিস কেবিজল সাবান, ৮ হাজার ১৮৪ পিস কিটক্যাট চকলেট, ৬ রুল কাশ্মীরী পর্দা, ১ হাজার ৬০০ পিস গুড হেলথ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব ভারতীয় পণ্য কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করতে চাচ্ছিল চোরাকারবারি চক্র। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এই চক্রের সদস্যরা সটকে পড়ে।
এদিকে অবৈধ ভারতীয় পণ্য পাচারে সহযোগিতা করায় এসএ পরিবহনের ম্যানেজারসহ ৬ কর্মচারীকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করে সেনাবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট ইফতেখার মতিন, সদর থানার এসআই আব্দুল্লাহ আল রিফাত।