স্টাফ রিপোর্টার > জামালগঞ্জ:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেনকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। কামাল হোসেন জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের সহসভাপতি। এর আগে গত ২৫ আগষ্ট চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ এনে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলেন। যা এখনো তদন্তনাধীন আছে। এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ.ম কামাল হোসেইন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।