জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে থানা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) জয়নাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, ধনেশ চন্দ্র রায়, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ।
সভায় অন্যদের মধ্যে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমানসহ বিএনপি, জামায়াত এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।