স্টাফ রিপোর্টার ::
‘অরফান স্পন্সরশিপ প্রোগ্রামের আওতাধীন’ চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। সোমবার সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৪৯ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেয় সংস্থাটির সুনামগঞ্জ ফিল্ড অফিস।
সুনামগঞ্জ ফিল্ড অফিস ইনচার্জ মো. ছামছুল আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। প্রধান অতিথি তার বক্তব্যে ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ ফিল্ড অফিস কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের প্রশংসা করেন। এসময় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং কারিগরি শিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা আইসিটি অফিসার আশিষ চক্রবর্তী, শিক্ষার্থীর অবিভাবক পিয়ারা বেগম, সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী অন্না সূত্রধর, উনায়েছ আহমেদ, জয় কুমার, মাছুমা বেগম, নাহিদ খান ও ইমন মিয়া।
এসময় ইসলামিক রিলিফ বাংলাদেশের সুনামগঞ্জ ফিল্ডের কমিউনিটি মোবিলাইজার মো. আবদুল হামিদ, মো. সাইফুর রহমান চৌধুরী, পূরবী রানী রায় ও মো. সিরাজুল হকসহ সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।