স্টাফ রিপোর্টার ::
মরমি সাধক হাসন রাজার পৌত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ প্রাক্তন এমএনএ দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরীর ৪২তম মৃত্যুবাষির্কী আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার। ১৯৮২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী মহান মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জের সর্বদলীয় স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং বালাট সাব সেক্টরের বেসামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৫ সাল থেকে একাধারে ১২ বছর সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দীর্ঘদিন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের (এমএনএ) সদস্য নির্বাচিত হন। মহান মুক্তিযুদ্ধে তিনি বালাট সাব সেক্টরে সংগঠকের দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সনে দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
গণতন্ত্রী দলের কর্মী হিসেবে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ১৯৬২ সালে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দেন। এর আগে ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, সিলেটের রেফারেন্ডাম আন্দোলন, ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি ১৯৪৫ সালে শিলং এডওয়ার্ড কলেজ থেকে বিএ পাশ করেন। তাঁর দুই ছেলে দেওয়ান মোসাদ্দেক রেজা চৌধুরী, দেওয়ান মোকাদ্দেম রেজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ছোট ছেলে দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ স¤পাদক। তিনি রাজনীতি ও নানা সামাজিক কাজে যুক্ত রয়েছেন।