স্টাফ রিপোর্টার ::
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ট্রাক উল্টে অটোরিকসাকে চাপা দিলে শিহাব উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পেশায় সিএনজিচালিত অটোরিকসা চালক শিহাব উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ট্রাক সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে পৌঁছামাত্র ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে উল্টে অটোরিকসার ওপর পড়ে যায়। এ সময় চাপা পড়া অটোরিকসার ভেতরে থাকা তিনজনের দু’জন বেরিয়ে আসতে সক্ষম হলেও শিহাব ট্রাকের নিচে চাপা পড়েন। স্থানীয়রা উল্টে থাকা ট্রাক সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় জনতা মিলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।