স্টাফ রিপোর্টার ::
কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বাস্তবায়ন চাই এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারসহ ২১ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে সুনামগঞ্জ জেলা ক্যাব।
রোববার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও সদস্য মো. রুহুল আমিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী, সাবেক বিদ্যুৎ সচিব ও মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং সাবেক বিদ্যুৎ সচিব ও মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং সাবেক বিদ্যুৎ সচিব, বিইআরসির সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ চায়না পাওয়ার কো¤পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনোয়ার ইসলামকে জ্বালানি অপরাধী হিসেবে বিচারসহ ২১ দফা দাবি উল্লেখ করা হয়েছে।