স্টাফ রিপোর্টার ::
পারিবারিক কলহের জেরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমাদবাদ গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্বামী সাইদী চৌধুরীকে (২৩) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ মাস পূর্বে ভালোবেসে পরিবারের অমতে একই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে আছান নবীর মেয়ে রাকিবাকে (২২) বিয়ে করেন আহমদাবাদ গ্রামের আকলুস মিয়া চৌধুরীর ছেলে সাইদী চৌধুরী। বিয়ের পর দাম্পত্য জীবন কিছুদিন ভালো চললেও পারিবারিক নানা বিষয় নিয়ে সাইদী ও রাকিবার মধ্যে অসন্তুষ্টি দেখা যায়। রবিবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামী সাইদী চৌধুরী ক্ষুব্ধ হয়ে বালিশ চাপা দিয়ে স্ত্রী রাকিবাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এসময় স্থানীয়রা টের পেয়ে ঘাতক স্বামীকে আটক করে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী সাইদীকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। রাতে গ্রামের বাড়িতে দাফন করা হয় গৃহবধূর মরদেহ। এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকা-ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘাতক স্বামীর সাইদীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত রাকিবার পরিবার।
নিহতের মা আয়বানু বলেন, প্রায় সময় পরিবারের তুচ্ছ বিষয় নিয়ে আমার মেয়েকে নির্যাতন করতো জামাই ও তার পরিবারের সদস্যরা। ঘটনার দিনও এই নিয়ে আমার মেয়ের সাথে কথা হয়েছে। সে অনেক কান্নাকাটি করেছে। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার
চাই। হত্যাকারীর ফাঁসি চাই।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. নাজমুল হক বলেন, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সাইদী চৌধুরীকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যার দায় স্বীকার করেছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার কথা জানান এই কর্মকর্তা।