স্টাফ রিপোর্টার ::
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেজা মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) সকালে জাউয়াবাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি জাউয়াবাজার ইউনিয়নের ক্ষিদ্রাকাপন গ্রামের আরজু মিয়া তালুকদারের পুত্র। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, গ্রেফতার মো. রেজা মিয়া তালুকদারকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।