স্টাফ রিপোর্টার ::
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৫ বোতল মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার চরেরবন্দ গ্রামের মো. দেলোয়ার হোসেন সায়েদ (৩৪), একই গ্রামের ইসলাম উদ্দিন (৩৮) ও নাছির উদ্দিন (৪৮)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ছাতক থানাধীন চরেরবন্দ শাহজালাল মাদ্রাসার সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ছাতক থানার এসআই মো. সাদেক। অভিযানে তার সঙ্গে ছাতক থানার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।