স্টাফ রিপোর্টার ::
ইসকন নিষিদ্ধের দাবিতে জামালগঞ্জে যুব জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সাচনাবাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাচনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি মোহাম্মদ আলী উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাছরুফ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমান, উপজেলা জমিয়তের সহসাধারণ স¤পাদক মাওলানা কাউসার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা হারুন অর রশিদ, মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা মাহদি হাসান, মাওলানা বায়েজীদ আহমেদ মারুফ, ইকবাল হোসেন, আসাদ মিয়া, মাওলানা সাজ্জাদুল ইসলাম, মাওলানা মারুফ আহমেদ প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন, ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। এটি একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠনের তৎপরতা চলমান থাকলে দেশের সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। আমাদের এই আন্দোলন দেশের কোনো সনাতনীদের বিরুদ্ধে নয়। বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি- অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা হোক।