স্টাফ রিপোর্টার ::
হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান এবং কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেছে বিশ্বম্ভরপুর পিএফজি। বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুর পিএফজি’র এম্বাসেডর আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব-এর কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠ স¤পাদক বিজন সেন রায়, দিরাই পিএফজি’র সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর।
স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা।
বক্তব্য রাখেন বিশ্বম্ভপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা, এম্বাসেডর মোর্শেদ মিয়া, নারী এম্বাসেডর স্বপ্না আক্তার, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ, সংগীতা হাজং, সিরাজ খন্দকার, উর্মিলা হিজরা প্রমুখ।
অতিথিবৃন্দ পিএফজিকে ধন্যবাদ জানিয়ে বলেন, শান্তি সম্প্রীতি বজায় রাখতে যে কাজটি করা হচ্ছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রশংসীয় একটি কাজ। বাংলাদেশের এ মুহূর্তে শান্তি সম্প্রীতি বজায় রাখার কাজটা অত্যন্ত জরুরি। আমরা সবাই এ দেশের মানুষ। দেশটা সকলের, তাই দেশের শান্তিই আমাদের সকলের শান্তি।
এ সময় উপস্থিত ছিলেন, ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপের সাগর দেবনাথ, সুষ্পা হাজং, সুইটি পাল, মুন আচার্য প্রমুখ।