দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে সরকারি খাস জমির ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। উপজেলার করিমপুর ইউনিয়নের বাঙ্গালগাও গ্রামে মঙ্গলবার সকাল ৯টার দিকে চাও মিয়া ও আইনুল মিয়ার লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘণ্টারও অধিক সময় ধরে চলা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে গুরুতর আহত মোস্তফা মিয়া (৬০),আফাজ উদ্দিন (৩৩), নুসুর উদ্দিন (৪০), সালমান আহমেদ (২৬), দেলোয়ার হোসেন (৩২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রামের পরিবেশ শান্ত। এখনো কোন মামলা হয়নি।
স্থানীয়রা জানান, গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামে সংঘর্ষ, হামলা মামলা লেগেই আছে। আধিপত্য বিস্তার নিয়ে মূলত এ সংঘর্ষ হয়।