ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের ফাতেমানগর গ্রামের সামনে থাকা শয়তান খালী সেতুর পূর্বপাশের সংযোগ সড়কে পাথরবোঝাই ইঞ্জিনচালিত হ্যান্ডট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন বিদ্যুৎ মিস্ত্রি ও তার সহযোগী গুরুতর আহত হয়েছেন। এসময় মোটরসাইকেলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সোমবার বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- উপজেলার দশধরী গ্রামের দ্বীন ইসলামের ছেলে বিদ্যুৎ মিস্ত্রি তামীম আহমেদ (১৭) ও তার সহযোগী উপজেলার মাহমুদনগর গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে মোসাব্বীর (১৮)। ঘটনার পরপরই হ্যান্ডট্রলি
চালক সেখান থেকে সটকে পড়ে।
স্থানীয়রা জানান, পাথরবোঝাই হ্যান্ডট্রলিটি উপজেলা সদরের আনন্দমোড় থেকে ধর্সপাশা সরকারি ডিগ্রি কলেজ রোডের দিকে যাচ্ছিল। আর উপজেলা সদরের ব্র্যাক মোড় থেকে মোটরসাইকেলে করে ওই দুইজন মিস্ত্রি উপজেলার আনন্দমোড়ের দিকে আসছিলেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।