দিরাই প্রতিনিধি ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দিরাই সরকারি কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ স¤পাদক ইব্রাহিম কার্দি, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, দিরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানভীর চৌধুরী, দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া, সদস্য সচিব মুবিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের ছাত্রসমাজের জন্য যে উৎপাদনমুখী ছাত্র রাজনীতি রেখে গেছেন তা বাস্তবায়নে তার প্রতিটি সৈনিককে নিরলসভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের উৎপাদনমুখী, সাম্য ও ভ্রাতৃত্বের রাজনীতির পথে উদ্বুদ্ধ করতে ছাত্রদলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।