দিরাই প্রতিনিধি ::
হাওরাঞ্চলে চিকিৎসা উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিরাই পৌরশহরের থানা রোডের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের অরবিন্দ শিশু হাসপাতালে পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি জামিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সাধারণ স¤পাদক শামীম কবির, কোষাধ্যক্ষ জহির শাহ, কার্যকরী সদস্য বিধান চক্রবর্তী, মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ, জান্নাতুল ফেরদৌস, প্যারমেডিক উমা ভট্টাচার্য, প্রশাসনিক কর্মকর্তা রাসেদ রউফ, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন।
ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক অঞ্জন দাস, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক স¤পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, শিক্ষক জাফর সিদ্দিকী, উপজেলা উদীচীর সভাপতি নারায়ণ দাস, প্রভাষক মোস্তাহার মিয়া, সাংস্কৃতিক কর্মী মুজিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। সভায় হাওরপাড়ের অসহায় মানুষের চিকিৎসা সেবার লক্ষ্যে মা ও শিশু হাসাপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।