স্টাফ রিপোর্টার ::
‘হাল ছেড় না বন্ধু, বরং কণ্ঠ ছাড় জোরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩দিনব্যাপী পথনাটক উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার উৎসবের শেষদিনে আবৃত্তি দল, জেশিএ সুনামগঞ্জের পরিবেশনায় নাটক নিমন্ত্রণ, নগরনাট সিলেটের পরিবেশনায় গান এবং থিয়েটার মুরারিচাদ সিলেটের পরিবেশনায় নাটক খেলাঘর মঞ্চস্থ করা হয়। এসময় জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী, সংস্কৃতিপ্রেমি, নাট্যকার, শিল্পীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।