স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরশহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির। অভিযানে পৌর শহরের বিভিন্ন সড়কের ফুটপাতে গড়ে তোলা ফল ও সবজি ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ করা হয়।
এসময় প্রশাসনের নির্দেশনা না মানায় কয়েকটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। উচ্ছেদ অভিযানে পুলিশ ও সেনাবাহিনীসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালি হতে ট্রাাফিক পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও পৌরসভা।