স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় উন্নয়ন সংস্থা এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) এর ওয়াই মুভস প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার সিএনআরএস হলরুমে প্ল্যান ইন্টারন্যাশনাল সহযোগিতায় পরিচালিত সংস্থাটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
আদিবাসী মড়ল দিলীপ কুমার হাজং এর সভাপতিত্বে ও ইরার উপজেলা ফ্যাসিলিটেটর ফয়সল আহমদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইরা’র পরিচালক কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার আশিষ আচার্য, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুস্তফা ফরিদুল, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সুশীল সমাজের প্রতিনিধি গণেশ চন্দ্র তালুকদার, শিপলু, সুষমা জাম্বিল, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর সদস্য নন্দিতা হাজং প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ইরা’এর ওয়াই মুভস প্রকল্পের সার্বিক কাজের প্রশংসা করেন। আদিবাসী শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পের ভূমিকা অনেক। আদিবাসী শিশুরা তাদের অধিকার সম্পর্কে জানতে পেরেছে। তারা এখন সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ইরার কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। ইরা সংস্থার এই সফল কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে গভীর প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে উপজেলায় সাতটি ইউনিয়নে কাজ করার লক্ষ্যে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার আশা প্রকাশ করেছে।