সুনামকণ্ঠ ডেস্ক ::
শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী হিসেবে মুজিববর্ষ উদযাপনের নামে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারের দপ্তর ও সংস্থা থেকে ১ হাজার ২৬১ কোটি টাকা খরচ করা হয়েছে। বুধবার (নভেম্বর ২০) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ত্রয়োদশ বৈঠকে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ব্যয়িত অর্থের হিসাব উপস্থাপন করা হয়। এ সময় সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ অর্থবছরে সব মন্ত্রণালয়/বিভাগ ও আওতাধীন দপ্তর/সংস্থা, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্রবাহিনী বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জাতীয় সংসদ, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বমোট ১ হাজার ২৬১ কোটি ৫ লাখ টাকা মোট ব্যয় স¤পর্কে উপদেষ্টা পরিষদ অবহিত হয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছর হতে এ সংক্রান্ত বাজেট বরাদ্দ বাতিল করা হয়েছে।