ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বাবুপুর গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে গত মঙ্গলবার বিকেলে নিহাদ মিয়া (২১) নামের মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর গ্রামের নিহাদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২১সালের ১৩ জুলাই নেত্রকোণার আটপাড়া থানায় একটি মামলা হয়। এই মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নিজ বসতঘরের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।