স্টাফ রিপোর্টার ::
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পিটিআই ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থী শিক্ষার শিক্ষকদের বেতন ও শিক্ষা প্রতিষ্ঠানের অডিট স¤পর্কে ভালো জ্ঞান রাখার পাশাপাশি রাষ্ট্রীয় স¤পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণে সুনামগঞ্জ জেলার সকল উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, একাউন্টেন্ট, পিটিআইর ইনস্ট্রাক্টরসহ বিভিন্ন পদবীর পিটিআইর কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।