স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ মেডিকেল কলেজসহ দেশের ৩টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। গত সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ-এর নাম পরিবর্তন করে সুনামগঞ্জ মেডিকেল কলেজ নামকরণ করা হয়। এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জের পরিবর্তে হবিগঞ্জ মেডিকেল কলেজ এবং শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ-এর পরিবর্তে গোপালগঞ্জ মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে। প্রজ্ঞাপনে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ৪ নভেম্বর একনেকে সভায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ নামে প্রায় ১১শ ৭ কোটি ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় সুনামগঞ্জ সিলেট-আঞ্চলিক মহাসড়ক ঘেষে মদনপুর-
দিরাই সড়কের উভয়পাশে ৩৫ একর জমিতে মেডিকেল কলেজ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গেল বছর মেডিকেল কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই প্রকল্পের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।