সুনামকণ্ঠ ডেস্ক ::
দেশের সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত দুটি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ নামে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছে। গত রবিবার বিকেলে চট্টগ্রামের প্রবর্তক ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোট আত্মপ্রকাশ করে। জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সরকারের কাছে ৬ দফা দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আন্দোলন করে আসছে। এই দুটি জোট এখন থেকে ঐক্যবদ্ধভাবে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’-এর ব্যানারে বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সরকারের কাছে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলো হলো- অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গত ৫ নভেম্বর চট্টগ্রামের হাজারি গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কথিত হামলা ও হিন্দু সম্প্রদায়ের ওপর গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্মম নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, উক্ত ঘটনায় আটক ও নির্যাতনের শিকার সনাতনীদের মুক্তি ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা, এ ঘটনায় আটককৃতদের ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা, এ ঘটনাকে পুঁজি করে গভীর রাতে নিরীহ সনাতনীদের ওপর নির্যাতনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যৌক্তিক আন্দোলনে নেতৃত্বদানকারী সাধু-সন্ত ও সংগঠকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার মামলা অবিলম্বে প্রত্যাহার করা।