স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সিলেট বিভাগ ও সিলেট জেলা বিএনপির সভাপতি মিফতাহ সিদ্দিকী।
মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।
জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউস বলেন, ইউনিয়ন থেকে জেলা বিএনপির সকল কমিটি গোপন ভোটের মাধ্যমে হবে। বিএনপি অনেক বড় দল এখানে প্রতিযোগিতা থাকবে তবে প্রতিহিংসা থাকবেনা।
তিনি বলেন, আমাদেরকে তিন মাসের মধ্যে সম্মেলন করতে হবে। ওয়ার্ড কমিটিতেও যদি এক পদে একাধিক প্রার্থী থাকে সেখানেও ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা কমিটি অবশ্যই গোপন ব্যালটের মাধ্যমে হবে।
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। দলের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে। আমরা যদি নিজের দলে গণতন্ত্রের চর্চা না করি তাহলে মানুষ আমাদের বিশ্বাস করবেনা। সে জন্য অবশ্যই আমরা পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটির কার্যক্রম করতে হবে। সেখানে যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় সে লক্ষ্যে স্বচ্ছতার জন্য যা যা করা দরকার তাই করবো।
জি কে গউস বলেন, আমরা যে দাবির প্রেক্ষিতে রাস্তায় ছিলাম সে দাবি আজো আদায় করতে পারিনি। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি। কিন্তু রাষ্ট্রের গণতন্ত্রের জন্য আমাদের যে চেষ্টা সেটা দলের মধ্যেও থাকতে হবে। তিনি বলেন, আপনাদের আজকের বক্তব্য আমরা লিপিব্ধ করবো এবং তা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে উপস্থাপন করা হবে।