মো. শাহজাহান মিয়া ::
জগন্নাথপুরে একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকে থাকার ঘটনায় সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অনাকাক্সিক্ষত ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী-জনতা।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাটাগাং নামক নদীতে থাকা ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়তে গিয়ে ভাগ্যক্রমে আটকে যায়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তবে সেতুর মধ্যস্থানে ট্রাকটি আটকে থাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনার পর থেকে নদীতে ছোট ছোট খেয়া নৌকা চালু হয়েছে। এসব নৌকাযোগে স্থানীয়রা নদী পারাপার হতে পারলেও দূর গন্তব্যের যাত্রীরা পড়েছেন বিপাকে।
আটকেপড়া যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, এতো বড় নদীর উপর থাকা ঝুঁকিপূর্ণ এ বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচলে সারাক্ষণ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ সেতু রেখে সুনামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়ক চালু করা সঠিক হয়নি। এ সেতুটি এখন মরণফাদে পরিণত হয়েছে। পর্যাপ্ত সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এছাড়া এখানে দুর্ঘটনা এড়াতে নতুন সেতু নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ জানান, খবর পেয়ে সড়ক ও সেতু বিভাগের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত সংস্কার করতে আমরা কাজ করব।
উল্লেখ্য, ২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাংয়ের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারু“ক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়।