শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ বলেছেন, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমল ছাড়া বাংলাদেশের মানুষ সব সময় নির্যাতিত ছিল। আওয়ামী লীগ সরকার একটি দুঃশাসন কায়েম করেছিল। আজকের রাজনীতি মানে কী ঠিকাদারি, কাবিকা, কাবিখা ও পানি উন্নয়নের বাঁধের টাকা লুটপাট করা? না। রাজনীতি হচ্ছে জনগণের সেবা করা। কিন্তু আওয়ামী লীগের দোসররা এই রাজনীতিকে নিজের রোজগারের পথ হিসেবে বেছে নিয়েছিল। লুটপাট করে নিজেরা আঙুল ফুলে কলাগাছ হয়েছিল। আমাদের শান্তিগঞ্জ উপজেলায়ও কেউ কেউ কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন। যারা রাজনীতির নামে দুর্নীতি ও লুটপাট করেছিল তারা নিশ্চিত ধরা খাবে।
বৃহ¯পতিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ পয়েন্টে জয়কলস ইউনিয়ন নাইন্দারপাড় ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইউরোপীয় বিএনপি নেতাকর্মীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক আহমদ বলেন, বিএনপি ১৮ কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করতে চায়। আইনের শাসন কায়েম করা, আইন শৃঙ্খলার সুষ্ঠু বাস্তবায়ন, কৃষকদের মুখে হাসি ফুটাতে চায় বিএনপি। এসব কাজ বাস্তবায়নে কাদের দরকার? কোন রাজনৈতিক দল এইসব নিয়ে চিন্তা করে? কোন রাজনৈতিক দল এমন কর্মকা- বাস্তবায়নের যোগ্যতা রাখে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেওয়া ৩১ দফা সংস্কার বাস্তবায়নে যে কর্মসূচি দেওয়া হয়েছে তাতে জনগণের কথাই বলা হয়েছে।
প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও প্রবীণ বিএনপি নেতা আমান আলী।
যুবদল নেতা লিটন মিয়া মেম্বার ও হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগর, সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমান আকিক, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক আবুল কাশেম নাঈম, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক আবদাল মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মতিউর রহমান, উপজেলা বিএনপির সমাজকল্যাণ স¤পাদক আঙ্গুর মিয়া, যুবদল নেতা ফরিদ গাজী, শ্যামল চৌধুরী, উপজেলা ওলামা দলের সভাপতি সজীব আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শোয়েব আহমদ, জোনায়েদ আহমদ ফয়ছল, ছাত্রদল নেতা মানছুর আহমদ, প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি রোমান আহমেদ, জয়কলস ইউনিয়ন প্রজন্মদলের সহ-সভাপতি কাউছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ আলী, সিরাজ মিয়া, যুগ্ম-সাধারণ স¤পাদক জিয়াউর রহমান জিয়া, আবুল কালাম, সাব্বির আহমদ, সহ-সাংগঠনিক স¤পাদক শহিবুর রহমান, শিপাউর রহমান, প্রচার স¤পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার, ধর্ম বিষয়ক স¤পাদক গৌছ উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন মিয়া, সাধারণ স¤পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক খলিলুর রহমান, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক তোফায়েল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক চন্দন মিয়া, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক ফখরুদ্দিন কনু শাহ, জয়কলস ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, বিএনপির সদস্য হাফিজুর রহমান, আলী নূর, মুজিবুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক অজিত দাশ, উপজেলা যুবদল নেতা হাসনাত হোসেন, তোফায়েল আহমদ, আঙ্গুর মিয়া, সৈয়দ আলম, হুমায়ুন কবির, সাবলু মিয়া, আইনুল হক, হান্নান মিয়া, শাকিল আহমদ, আবু সাইদ, নুনু মিয়া, ছমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক শাহীনুর রহমান তুহিন, সাবেক সাংগঠনিক স¤পাদক জিয়াউল হক, সদস্য ইয়াহিয়া পারভেজ, জসিম উদ্দিন, জোবায়ের আহমদ, আসাদুজ্জামান আসাদ, আতাউর রহমান, তদরিছ মিয়া, খালেক মিয়া, জাফর আহমদ, আবু সালেহ, জাহাঙ্গীর আলম সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, ছাত্রদল নেতা খাইরুল আলম সাব্বির, কামরুল ইসলাম, আবু সাঈদ সুমন, কবির আহমদ, কাউছার আহমদ, প্রজন্মদলের জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক শব্দেন নূর সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুহিবুর রহমান মুহিম, যুগ্ম-সাধারণ স¤পাদক মোহাম্মদ আলী ইয়াহিয়া, প্রজন্মদল নেতা নূর হোসেন, নিজাম উদ্দিন, দিলাল আহমদ, সুজন মিয়া, সুমন আহমদ, মাছুম আহমদ প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথি জার্মান প্রবাসী সোহেল আহমদ, জাবেদ আহমদ, ফ্রান্স প্রবাসী সাইফুর রহমান, গ্রীস প্রবাসী মোশারফ হোসেন, তোফায়েল আহমদ তানভীর, মালেশিয়া প্রবাসী হাফিজুর রহমান, জর্ডান প্রবাসী আক্তার হোসেন, ওমান প্রবাসী মহি উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।