স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন, কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের মোক্তারপাড়ায় দৈনিক সুনামকণ্ঠের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার দাস রায়, সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম সাধারণ স¤পাদক একে কুদরত পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক স¤পাদক দুলাল মিয়া, প্রচার সম্পাদক শহীদ নূর আহমেদ, সদস্য অ্যাডভোকেট সুব্রত দাশ, হাবিবুল্লাহ আছকির তালুকদার প্রমুখ।
অনুষ্ঠিত সভায় হাওরের ফসলরক্ষা বাঁধের প্রাক্কলন সম্পর্কে আলোচনা, নদী ও খাল খনন, শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহরের খালগুলো পুনরুদ্ধার করাসহ বিবিধ আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, বাঁধের জরিপের কাজ যথাসময়ে পুরোদমে শুরু না হওয়ায় বাঁধের স্কিম প্রণয়ন ও পিআইসি গঠনেও বিলম্ব হবে। এতে করে প্রতিবছরই সুনামগঞ্জের সবগুলো হাওরের ফসলরক্ষা বাঁধ ঝুঁকিতে পড়ে। সংগঠনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে বাঁধের জরিপের কাজ শেষ করে স্কিম প্রণয়ন ও সময়মত পিআইসি গঠন করার আহ্বান জানানো হয়।
এসময় হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আনোয়ারুল হক, সঞ্চিতা চৌধুরী, কলি তালুকদার আরতি, সদস্য দেবল তালুকদারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাবিটা নীতিমালা অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে প্রি-ওয়ার্ক (সম্ভাব্যতা যাচাই) শেষ করে প্রকল্প গ্রহণ ও বাঁধের নিকটবর্তী জমির মালিক ও উপকারভোগীদের সম্পৃক্ত করে পিআইসি অনুমোদন করে ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু করে আবশ্যিকভাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণকাজ সমাপ্ত করার কথা রয়েছে। যদিও প্রতিবারই এটি পালনে ব্যর্থ হয় জেলা পানি উন্নয়ন বোর্ড।