স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনের সমন্বয়ে সভা অনুষ্ঠিত। বৃহঃপতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা পর্যায়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সুনামগঞ্জ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ব্যবস্থাপক নির্মল রায়ের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহীনূর আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্বয়ক একে আজাদ, কেয়ার বাংলাদেশ সুনামগঞ্জ কার্যালয়ের টেনিক্যাল ম্যানেজার মো. হারুনুর রশিদ প্রমুখ।