স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে মাদরাসার ছাত্র রায়হান মিয়া (১৩) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব-৯। গ্রেপ্তাররা হলেন- মামলার প্রধান আসামি জগন্নাথপুর উপজেলার বাউধরণ গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়া (১৯) ও এহাজারনামীয় ৩নং আসামি একই গ্রামের কয়ছব আলীর ছেলে শহিদ মিয়া (২১)।
র্যাব-৯’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
র্যাবের তথ্যমতে, খেলা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাউধরন গ্রামে রায়হানকে একা পেয়ে গ্রেপ্তার দুইজনসহ অভিযুক্তরা কিল, ঘুষি ও লাথি মেরে নিলাফুলা জখম করে। একপর্যায়ে ১নং আসামি ধারালো অস্ত্র দিয়ে রায়হানের মাথায় আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে ভিকটিমকে বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় অবস্থার অবনতি হলে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, রায়হান মিয়ার উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। মাদরাসার ছাত্র রায়হানের সঙ্গে একই গ্রামের কিশোর শাওন মিয়ার খেলাধুলা নিয়ে বিরোধ ছিল। এরই জেরে গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে অতর্কিত হামলায় রায়হান গুরুতর আহত হন। প্রথমে স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিউতে রেখে চিকিৎসা চলে। ঘটনার ১১ দিনের মাথায় গত বৃহ¯পতিবার (৭ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
গত ৩ নভেম্বর এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা (৩(১১)’২৪) করেন। পরে ওই মামলায় হত্যার ধারা যুক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার ইছগাঁও এলাকা থেকে পলাতক আসামিদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।