স্টাফ রিপোর্টার ::
যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), সুনামগঞ্জ জেলা শাখা।
সংগঠনের জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু’র সভাপতিত্বে এবং নাটাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. অতনু ভট্টাচার্য্য।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আগে বলা হতো যক্ষ্মা হলে রক্ষা নেই, কিন্তু বর্তমানে এই কথার কোন ভিত্তি নেই। নিয়মিত ওষুধ সেবনে সম্পূর্ণরূপে যক্ষ্মা রোগ ভাল হয়ে যায়। যক্ষ্মারোগ প্রতিরোধে সকলকে ভূমিকা রাখতে হবে। তাহলেই সমাজ থেকে এরোগ নির্মূল করা সম্ভব হবে।
সভায় আরো বক্তব্য রাখেন ডা. রাজেশ সিংহ মিঠুন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার সদস্যদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।