স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়ের ২৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী উৎসব আলোচনা সভা, সংবর্ধনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স¤পন্ন হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর লোকদল অভিভাবক পরিচালনা কমিটির পরিবেশনায় দ্বিতীয় অধিবেশনের সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।
এদিকে অনুষ্ঠানটির ৩য় পর্বে সন্ধ্যা ৬টায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধনের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক সাদিক আলম সাজু’র সঞ্চালনায় বিশিষ্ট সংগীত শিল্পী ওস্তাদ দেবদাস চৌধুরী রঞ্জনসহ বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান শেষে ম্যাগাজিন অনুষ্ঠানে সুনামগঞ্জ লোকদল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দমেলায় সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী জয়ন্ত পাল জয় ও মাকসুদুর রহমান দিপুসহ সংগঠনের শিল্পীরা।