ছাতক প্রতিনিধি ::
ছাতকে চার দিনব্যাপী কমিউনিটি নিউট্রিশন ভলান্টিয়ারদের পুষ্টি বিষয়ক এবং অপুষ্ট শিশু শনাক্তকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে মুয়াক কি এবং মুয়াক পরিমাপের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। এ সময় ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মাস মুয়াক স্ক্রিনিংয়ের মাধ্যমে মাঝারি অপুষ্ট ও তীব্র অপুষ্ট শিশু শনাক্তকরণ করা যায় বলে জানানো হয়। প্রশিক্ষণে দুটি ব্যাচে মোট ৩৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
শুক্রবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন হেলেন কেয়ার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রান্সফরমিং লাইভ থ্রো নিউট্রেশন প্রকল্প ব্যবস্থাপক ড. যতন ভৌমিক, এফআইভিডিবি’র মনিটরিং ও ইভালুয়েশন কর্মকর্তা ফাহমিদা কবির চৌধুরী, এফআইভিডিবি’র প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দাশ, নিউট্রেশন অফিসার রোমানা শারমিন, শহিদুল ইসলাম নাঈম, খুদেজা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. রাজিব চক্রবর্তী বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আগে নিজে উপকৃত হয়ে পরিবারে চর্যা করে সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর অবহেলিত পরিবারের লোকজন ও শিশুরা বেশিরভাগ অপুষ্টিতে ভুগছে। এদের খোঁজে বের করে শনাক্ত করলে সমাজ থেকে পুষ্টিহীনতা সহজেই দূর হবে।