স্টাফ রিপোর্টার ::
“দুর্নীতি করব না, দুর্নীতি মানবা না, দুর্নীতি সইব না” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয় ও সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত সিলেট জেলা কার্যালয়ের উপপরিচালক রাফী মো. নাজমুস সা’দাৎ, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক এনামুল হাসান শাহীন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোমতাজুল হাসান আবেদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শেখ উম্মে মহুয়া, আল মাহমুদ আতিফ প্রমুখ।
মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর কুইজে বিজয়ীসহ একশত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।