সুনামগঞ্জ শহরের মল্লিকপুরস্থ জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে মঙ্গলবার দিনব্যাপী আলাউদ্দিন কুরআনিক একাডেমি, মোহাম্মদপুরে হতদরিদ্রদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপিতত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ পৌরসভা শাখার সেক্রটারি আব্দুস সাত্তার মো. মামুন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি মহোদয় আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায় ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র্য জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। তিনি আশ্বস্ত করেন যে, মানুষের সুবিধার জন্য সুনামগঞ্জের পাড়ায় পাড়ায় এ ধরনের ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প করা হবে। এছাড়াও ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র্যদের ঠোঁট কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ দরিদ্র্য মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক বদরুল কাদির শিহাব।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংক, সুনামগঞ্জ শাখার, এসিসটেন্ট রিলেশনশিপ অফিসার মারুফ আজহার রাফি। আলোচনা সভা সঞ্চালনা করেন জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান।
বাচাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. বুরহান উদ্দিন স্বপন ও দক্ষ মেডিকেল টিমর মাধ্যমে উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম ল্যান্স সংযোজনসহ ছানি অপারেশন করা হবে এবং বিনামূল্যে যাবতীয় ঔষধ প্রদান করা হবে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ৪০ জন ও সাধারণ রোগীসহ মোট ১১৮ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
দিনব্যাপী জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র এই কার্যক্রমের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দসহ এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেন। - সংবাদ বিজ্ঞপ্তি