দিরাইয়ে দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বৃহ¯পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, দৈনিক সিলেটের ডাক দিরাই প্রতিনিধি উবাইদুল হক, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্য রানা আহমেদ প্রমুখ। এ সময় উপকারভোগী প্রত্যেকের মাঝে নগদ চার হাজার টাকা, একটি স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্য রানা আহমেদ বলেন, আমরা সারা বছরই দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছি। প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতেই আমাদের এই আয়োজন। এছাড়াও ১০টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করা হয়েছে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, দৈনিক সিলেটের ডাক দিরাই প্রতিনিধি উবাইদুল হক, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্য রানা আহমেদ প্রমুখ। এ সময় উপকারভোগী প্রত্যেকের মাঝে নগদ চার হাজার টাকা, একটি স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্য রানা আহমেদ বলেন, আমরা সারা বছরই দেশের বিভিন্ন জেলা ও উপজেলাতে অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছি। প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতেই আমাদের এই আয়োজন। এছাড়াও ১০টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করা হয়েছে।