
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে ‘সুনামকণ্ঠ সাহিত্য পরিষদে’র সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি আহমেদ নূর আলবাব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় উপস্থিত ছিলেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি মো. সাজাউর রহমান, অর্থ সম্পাদক শাহ মো. কামরুজ্জামান, সদস্য প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, জ্যেষ্ঠ প্রভাষক মো. নাজিম উদ্দিন, সার্জেন্ট (অব.) মো. জিয়াউর রহমান, জয়ন্ত পাল, বিকাশ চন্দ, মো. সাইফুল ইসলাম, আদিল আরমান প্রমুখ।
অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় প্রবন্ধ পাঠ করেন মো. সাজাউর রহমান। ছড়া ও কবিতা পাঠ করেন প্রভাষক মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, জয়ন্ত পাল, শাহ মো. কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম ও সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান। সংগীত পরিবেশন করেন আদিল আরমান।
প্রতি শনিবার সন্ধ্যা ৬টায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাপ্তাহিক সাহিত্য আড্ডা’ নিয়মিত অনুষ্ঠিত হবে। নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।