স্টাফ রিপোর্টার ::
ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি বিজয় রায়ের মৃত্যুতে ছাতক প্রেসক্লাবের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক স¤পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হরিদাস রায়, ডাকসু’র সাবেক নাট্য বিষয়ক সম্পাদক ডা. আফসর উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার নেতা মাওলানা ফজলুর রহমান, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, জেলা বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক সামসুর রহমান সামছু, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার নেতা মাওলানা ফজলুর রহমান, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক স¤পাদক সামসুর রহমান বাবুল, ছাতক উপজেলা শ্রমিক দলের সাধারণ স¤পাদক শফি উদ্দিন।
বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাব সাংগঠনিক স¤পাদক নুর মিয়া রাজু, সদস্য তমাল পোদ্দার, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাংবাদিক প্রভাষক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাকী মুহিত।
এ সময় সুনামগঞ্জ জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলার জসিম উদ্দিন সুমেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, ছাতক পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শংকর কুমার দাস, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম খেলন, উপজেলা শ্রমিকদল নেতা বাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ স¤পাদক ফয়জুল আহমদ পাভেল, উপজেলা যুবদল নেতা ইজাজুল হক রনি, ছাতক প্রেসক্লাব সহ-সভাপতি বদর উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য রাজ উদ্দিন রাজু, সদস্য তমাল পোদ্দার, আমিনুল ইসলাম আজির, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহবুব আলম সাদেক, সাজ্জাদ মনির, সেলিম মাহবুব, সুজন তালুকদার, তানভীর আহমদ জাকির, নাজমুল হাসান জুয়েল, জামরুল ইসলাম রেজা, আলী হোসেন, কামাল উদ্দিন, আলাল মিয়া, প্রয়াত সাংবাদিক বিজয় রায়ের পুত্র প্রেম রায় ও ওম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ সাংবাদিক বিজয় রায়ের স্মৃতিচারণ করে বলেন, প্রয়াত সাংবাদিক বিজয় রায় ছিলেন একজন সাদা মনের মানুষ। এই পেশায় একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে ছাতকের সর্বমহলে সমাদৃত ছিলেন তিনি। সবসময় অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। জন কল্যাণকামী ও সদা হাস্যোজ্জ্বল বিজয় রায়ের অকাল মৃত্যুতে ছাতকের সাংবাদিকতায় অপূরণীয় ক্ষতি হয়েছে। যা পূরণ হবার নয়।