স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে রাকেশ রঞ্জন চৌধুরী স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও কবি সুখেন্দু সেন, গবেষক সামারিন দেওয়ান, সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, সাধারণ স¤পাদক অ্যাড. এনাম আহমেদ, চিত্রশিল্পী স্বপন চৌধুরী, অঞ্জন চৌধুরী, বাবুল চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, রাকেশ রঞ্জন চৌধুরী ছিলেন সদর উপজেলার গৌরারংয়ের জমিদার। পরবর্তীতে তিনি সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি একাধারে শিক্ষাবিদ ও সমাজকর্মী ছিলেন। তিনি ১০ চৈত্র ১৩১৫ বাংলা জন্মগ্রহণ করেন এবং ২৮ ফালগুন ১৩৭১ বাংলা ভারতের কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। জমিদার রাকেশ রঞ্জন চৌধুরী মৃত্যুকালে ৪ ছেলে রেখে যান। তারা হলেন- অশেষ চৌধুরী, রঞ্জিত চৌধুরী, রূপক চৌধুরী ও রূপজ চৌধুরী।
তাঁর স্মৃতি লালন করতে ৩য় ছেলে রূপক চৌধুরীর সহযোগিতায় দীর্ঘ চার বছর ধরে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে সুনামগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্র।